|
Date: 2022-09-02 06:24:57 |
▪️বড্ড ভালোবাসি বাবা▪️
আফসানা আক্তার
এখন থেকে আর না হয় হলো
দেওয়া নেওয়ার পালা;
শেষ না হয় হয়ে গেলো
দরজার সামনে দাঁড়িয়ে থাকা।
আবদার-বায়নার দিন না হয়
হয়ে গেলো শেষ,
সবাই সবার বাবাকে নিয়ে;
আছে যে খুব বেশ।
আম্মু তুমি খেয়েছো?
আর কত কথা বলতে,
বাড়িতে কি ফিরেছো?
নানান প্রশ্ন তুলতে।
তোমার কথা না শুনলে
কত বকা বকতে,
তোমার মত এভাবে আমাকে
কে আর বলো ভাববে?
মন খারাপের সময় তুমি
কতো গল্প বলতে,
টাকা-পয়সা না থাকলেও
হাসিমুখে চলতে।
কাজের শেষে যখন তুমি
ফিরতে বাড়ি রাতে,
নানান জাতের খাবার
বেড়ে দিতাম তোমার পাতে।
মনে কত কথা ছিলো
বলতে পারিনি,
সেই যে তুমি কবে গেলে
আর তো ফিরে আসোনি।
অসুখ-বিসুখ হলে তোমার
করতাম কত সেবা;
ইচ্ছে করে তোমায় বলতে
বড্ড ভালোবাসি বাবা।
© Deshchitro 2024