|
Date: 2023-05-16 14:16:26 |
সংগঠন বিরোধী কর্মকান্ডের দায়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য পদ থেকে 'দৈনিক আমার বার্তা' মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ এনায়েত করিম রাজীবকে বহিষ্কার করা হয়েছে।
১৫ মে সোমবার এ বিষয়টি নিশ্চিত করেন সভাপতি এইচ এম শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক।
সংগঠনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম মিথ্যাচার ও মানহানিকর মন্তব্য সহ প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ ও বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৩ মে ক্লাবের এক জরুরী সাধারণ সভায় এ বহিষ্কারেরর সিদ্ধান্ত গৃহীত হয়। এ বহিষ্কারাদেশ অনুসারে অত্র প্রেসক্লাবের সঙ্গে তার কোন প্রকার সম্পৃক্ততা নেই বলেও জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইতিপূর্বে সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকান্ড করার কারণে এসব থেকে বিরত থাকার জন্য তাকে বার বার মৌখিক সতর্কীকরণ করা হয়। সর্বশেষ গত ৭ মে এক লিখিত সতর্কীকরণ নোটিশ প্রেরণ করা হয়। তাসত্ত্বেও তিনি তার এহেন কর্মকান্ড অব্যাহত রাখার কারণে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
© Deshchitro 2024