|
Date: 2023-05-16 14:43:15 |
আজ (১৬ মে) সকালে ময়মনসিংহের ফুলপুর বাস স্টেশন এলকায় অভিযান পরিচালনা করে ঢাকা টু ঝিনাইগাতী গামী একটি পাবলিক বাস হতে ২০ (বিশ) কেজি গাঁজা সহ দুই মহিলা আটক করেছে ফুলপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন শেরপুরের নকলা থানার ভুরদী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী আফরোজা (২৭) ও ঠাকুরগাঁও জেলার সদর থানার বৈইগন্ডপুর গ্রামের শামসুদ্দিনের মেয়ে সুনালী আক্তার (২৫)।
© Deshchitro 2024