নাটোরের বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগের পূর্বে উপজেলার বিভিন্ন নেত্রীবৃন্দ ও কর্মীবৃন্দের সাথে মত বিনিময় ও অন্তরবর্তী কালীন কর্মপন্থা নির্ধারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।




শনিবার (১৩ মে) উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।


এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল,চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম,বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভিন,জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম,জোয়াড়ী ইউপি সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, সৈনিক লীগের বিভিন্ন নেতা কর্মী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024