|
Date: 2023-05-16 19:04:00 |
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা খাদ্যগুদামে সরকারি ন্যায্য মূলে বোরো ধান ক্রয় শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ধান ক্রয়ের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস,ধর্মপাশা খাদগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান , সহকারী উপখাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, মোকারম হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদারসহ কৃষক ও গণমাধ্যমকর্মীরা । প্রথম দিন তিনজন কৃষকের ৯টন ধান সংগ্রহ করা হয়। এবার ধর্মপাশা উপজেলার খাদ্যগুদামে প্রতিমণ ১২ শত টাকা দরে ১ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ধান বিক্রয় করতে ইচ্ছুক কৃষকদেরকে উপজেলা কৃষি কার্যালয়ে যোগাযোগ করে নাম অন্তর্ভূক্ত করার জন্য বলা হয়েছে।
© Deshchitro 2024