চট্টগ্রাম বন্দর এলাকায় বাস চাপায়  মোটর সাইকেল  আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ২ নম্বর  জেটি গেট এলাকায় বাস চাপায় কামাল উদ্দীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

  মঙ্গলবার (১৬ মে) দুপুর দুইটার দিকে  এ দুর্ঘটনা ঘটে।    নিহত কামাল উদ্দীন দক্ষিণ পতেঙ্গার মাইজপাড়ার নূর আলমের ছেলে।  সে পতেঙ্গা লালাদিয়ারচর এলাকায়   ইনকন্ট্রেড কন্টেইনার ডিপোতে কাজ করে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহ বলেন, দুপুরে বন্দর থানাধীন ২ নম্বর জেটি গেট এলাকায় দ্রুতগতিতে আসা একটি  বাস  কামাল উদ্দীন নামে এক  মোটরসাইকেল আরোহীকে
চাপায় দেয় ,  এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।
খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করে থানায় নিয়ে এসেছি। দুর্ঘটনার সাথে সাথে  বাসের চালক পলিয়ে যায় । 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024