|
Date: 2023-05-16 21:28:56 |
৬ মে (রোববার) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা ১০ টি পরিবারের কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সব কিছু পুড়ে সহায় সম্বল হারিয়ে মাথা গোজার ঠাঁইটুকুও পুড়ে ফেলে নি:স্ব অবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করেন তারা। এরপর থেকেই উপজেলা প্রশাসন, জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সংসদ সদস্যসহ অনেক ব্যক্তি প্রতিষ্ঠান তাদের সহায়তায় এগিয়ে আসেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ মে) দুপুরে কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলীম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দূর্ঘটনাস্থলে যান। সেখানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাদের সংসার চালানোর জন্য প্রত্যেকের হাতে নগদ অর্থ তুলে দেন।
নগদ অর্থ পেয়ে ষাটোর্ধ বিধবা রেজিয়া বেওয়া কান্না জড়িত কন্ঠে বলেন, "আল্লাহ তোমাক ভাল করুক বাবা। হামাগরে দুঃখে তোমরা শামিল হচিন।"
এ ব্যাপারে নগদ অর্থ প্রদানকারী বিএনপি নেতা ফয়সল আলীম বলেন, "মানুষের বিপদে সহায়তার হাত বাড়ানোই হলো মানবতা। আর সেই মানবতার হাত ছানি থেকে সুদুর ঢাকা থেকে এসেছি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে। আমি চাই, তাদের এমন কঠিন পরিস্থিতিতে সমাজের বিত্তবানরাও এগিয়ে আসুক।"
এর আগে ৬ মে (রোববার) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘরের আসবাবপত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
© Deshchitro 2024