|
Date: 2023-05-16 22:38:39 |
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কারিতাস বারমারী অফিসে দম্পত্তিদের জন্য জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১১ মে বৃহস্পতিবার উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন, মোঃ ওসমান গণি, মিস প্রীতি রিছিল, মিস অনন্যা সাংমা এবং মি. সত্যজিৎ মৃ। প্রশিক্ষণে জেন্ডারের ধারণা, জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য, সামাজিকীকরণ ও লিঙ্গায়ন, জেন্ডার ও শ্রম বিভাজন, জেন্ডার ভূমিকা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে ৯ জোড়া নবদম্পত্তি অংশগ্রহণ করে।
© Deshchitro 2024