ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির পরিদর্শন করেন। মঙ্গলবার (১৬ ই মে) দোয়ারাবাজার থানা পরিদর্শন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির । দোয়ারাবাজার থানার সকল অফিসারগনের সহিত আদালত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। দোয়ারাবাজার জোনের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট ইসরাত জাহান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।


সুনামগঞ্জ জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, দোয়ারাবাজার থানার ওসি ও সকল পুলিশ কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলা ও ও দায়রা জজ কয়েদিদের মধ্যে কারাে আইনগত সহায়তার প্রয়ােজন আছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন এবং এই বিষয়ে যথাযথ প্রদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি দীর্ঘদিন জেলে থাকা আসামীদের মামলার তথ্য সংগ্রহ করেন ও দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগের বিষয়ে জানান। একই সাথে তিনি হাজতিদের খাবারের মান ও কারা বিধি অনুযায়ী কারাবন্দীদের প্রতি থানা কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণের বিষয়ে খোঁজ নেন।


এ সময় আরাে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার জোনের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট ইসরাত জাহান, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর এবং থানার সকল পুলিশ কর্মকর্তা বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023