বগুড়ার আদমদীঘিতে ইয়াবা হেরোইনসহ আঞ্জু বেগম (৪০) নামের এক মাদকের রাণীকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। আজ ২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তার বাসায় অভিযান চালিয়ে ৯পিস ইয়াবা ও ৮গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আঞ্জু বেগম উপজেলার সান্তাহার নতুন বাজার হাটখোলা এলাকার মাদক ব্যবসায়ী হজরত আলী খানের স্ত্রী। এর কয়েক দিন পূর্বে তার স্বামীকেও বিপুল মদকসহ গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।


সান্তাহার টাউন ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, সান্তাহারের মাদকের রাণী বলে খ্যাত রহিমা বেগম ওরফে শুটকি ও মাকদের রাজা হজরত আলী খানকে কয়েকদিন আগে বিপুল মাদক দ্রব্যসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আজ শুক্রবার দুপুরে নতুন বাজার হাট খোলা বাসায় ব্যবসায়ী হজরত আলীর স্ত্রী আঞ্জু বেগম বাসায় মাদক রেখে বিক্রি করার সময় অভিযান চালিয়ে তার শয়ন ঘর থেকে ৮ গ্রাম হেরোইন ও ৯পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আঞ্জু বেগমের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024