|
Date: 2022-09-02 11:52:29 |
বগুড়ার আদমদীঘিতে র্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পাথরের গণেশ মূর্তিসহ তোতা মিয়া (৬০) নামের এক মূর্তি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে তার বাড়ি থেকে ওই মূর্তি উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তোতা মিয়া আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের তিলছ দীঘিরপাড় গ্রামের ছবির আলীর ছেলে। এ ব্যাপারে র্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহেদুল ইসলাম বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানায়, র্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের সদস্যরা আদমদীঘির তিলছ দীঘিরপাড় গ্রামের তোতা মিয়া ভারতে পাচারের উদ্দেশ্যে তার বাড়িতে পাথরের খোদাই করা একটি গণেশ মূর্তি লুকিয়ে রেখেছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত বৃহস্পতিবার বিকেলে তোতা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি ওজনের পাথরের একটি গণেশ মূর্তি উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। এরপর ওই দিন রাতেই থানায় সোর্পদ করেন মূর্তি ব্যবসায়ী তোতা মিয়াকে।
© Deshchitro 2024