|
Date: 2023-05-17 15:12:11 |
ঝালকাঠির নলছিটিতে সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭মে)উপজেলা পরিষদ সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান।
নলছিটি মডেল সোসাইটির পরিচালক খলিলুর রহমানক মৃধার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর মো. ফিরোজ আলম খান,উপজেলা পরিষদ(সাবেক) ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী ডালিয়া নাসরিন, প্রভাষক সামসুল আলম বাহার,মল্লিক মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার,নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জর্নারধন দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক ইউসুফ আলী তালুকদার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুম হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ও নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার, জাতীয় পার্টির নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমদ, নারী নেত্রী তাহমিনা আক্তার, শিক্ষক একরামুল করিম মিঠু ও বিধান চন্দ্র মন্ডল প্রমুখ।
শিক্ষক ও সাংবাদিক আমির হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক খলিলুর রহমান মৃধা।
© Deshchitro 2024