শাহিন শাহ'র ইতালী গমন


ডেক্স রির্পোট :

স্বপ্নবাংলা পরিষদ মনোনীত "প্রগতি উচ্চ বিদ্যালয় ছাত্র সংসদের" (২০১৯-২০-২১) বর্ষের ভিপি ও মহানায়ক সালমান শাহ ঐক্যজোটের

কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক শাহিন শাহ তাঁর স্বপ্নের দেশ ইউরোপের ইতালী গমন উপলক্ষে গতকাল এক উষ্ম সংবর্ধনা বিশ্বনাথের স্থানীয় অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। বিশঘর আনরপুর প্রগতি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও ভাই বাদ্রাসদের  সমন্বয়ে শাহিন শাহ'র প্রবাস যাত্রকে স্বাগতম জানিয়ে কেক কাঁটা হয়। এবং ক্রেস্ট প্রদান করে শাহিন শাহকে বরণ করেন তাঁর সতীর্থবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024