|
Date: 2022-09-02 12:12:11 |
আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ১০ পিস নেশার এ্যাম্পল ইনজেকশনসহ রমজান আলী (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফার করেছে রেলওয়ে পুলিশ।
২ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাকে স্টেশনের ৩নং প্লাটফরম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি রমজান আলী আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকার শাহিন আলীর ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে
রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে
স্টেশনের জনৈক দিলদার আলীর বুকস্টলের সামনে থেকে রমজান আলী নামের ওই মাদক
কারবারিকে গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ১০ পিস নেশার এ্যাম্পল ইনজেকশন
উদ্ধার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম জানান,
ওই দিন দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024