বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলার রাজিব পুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়ন শাখার সভাপতি আরিফুজ্জামান বাবু গত রাত ১ ঘটিকার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৩ বছর, ৬ বছরের ১ শিশু কন্যা, ১ স্ত্রী সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুর ২ঃ৩০ মিনিটে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকা জুরে নেমেছে শোকের ছায়া।

তাহার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার। 

তিনি বলেন, আরিফুজ্জামান বাবুর মৃত্যুে আমরা আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং ইউনিয়ন আওয়ামী লীগের কান্ডারী। তার অকাল মৃত্যুতে ইউনিয়ন আওয়ামী লীগের শূন্যতা পুরুন হবার নয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন (আমিন)।

এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী মৃত্যু ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024