|
Date: 2023-05-17 20:17:27 |
নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামিলীগ দোয়া ও আলোচনা সভা। বুধবার (১৭ মে) জেলা শিল্পকলা একাডেমিতে গ্রুপের বিকেল ৪ টায় আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়ার।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম হিরু, এমপি। সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন ভূইয়া, চেয়ারম্যান জেলা পরিষদ, নরসিংদী। জেলা আওয়ামিলীগের সহ সভাপতি, আমিরুল ইসলাম ভূইয়া ও মোন্তাজ উদ্দীন ভূইয়া। সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম। জেলা ছাত্রলীগ এর সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল আহমেদ শাওন সহ আরও অনেক নেতাকর্মী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রথমেই আমি শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গবন্ধু সহ ৭৫ এ নিহত তার পরিবারের সকল সদস্যদের ও একাত্তরে শুধু শহীদ মুক্তিযোদ্ধাদের। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান জামাত পাকিস্তানিদের নিয়ে পাকিস্তানি রাষ্ট্র বনিয়ে ফেলে দেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনে তার নেতৃত্বে আজ দেশ বিশ্ব এর বুকে মাথা উচু করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।
© Deshchitro 2024