আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে ঢাকা ২০ ধামরাই আস‌নের সাংগঠ‌নিক সহ নানা বিষয় নি‌য়ে জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান ও বি‌রোধীদলীয় উপ‌নেতা জি এম কা‌দের এর সা‌থে আ‌লোচনা ও সৌজন‌্য সাক্ষৎ ক‌রে‌ছেন ঢাকা২০ ধামরাই আস‌নে জাতীয় পা‌র্টির ম‌নোনয়ন প্রত‌্যার্শী সংসদ সদস‌্য প্রার্থী আহছান খ‌ান আছু।




এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন জাতীয় পা‌র্টি কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাংগঠ‌নিক সম্পাদক মোঃ দে‌লোয়ার হো‌সেন খান মিলন,কেন্দ্রীয় সদস‌্য মোঃ আ‌তিকুল ইসলাম,ঢাকা জেলা জাতীয় যুব সংহ‌তির সদস‌্য স‌চিব দেওয়ান আ‌নিছুর রহমান সাহাজাদা,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,ধামরাই উপ‌জেলা জাতীয় পা‌র্টির সা‌বেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবুল,ধামরাই উপ‌জেলা জাতীয় যুব সংহ‌তির সহ সভাপ‌তি মোঃ আ‌নোয়ার হো‌সেন মুল্লুক,ধ‌ামরাই পৌর জাতীয় পা‌র্টির সা‌বেক সাধারণ সম্পাদক মোঃ আ‌লেক হাসান,চৌহাট ইউ‌নিয়ন জাতীয় পা‌র্টির সভাপ‌তি মোঃ খ‌লিলুর রহমান ক‌হিনুর,আমতা ইউ‌নিয়ন জাতীয় পা‌র্টির সাধারণ সম্পাদক মোঃ খোর‌শেদ আলম মাষ্টার,জাপা নেতা জয়নাল আ‌বেদীন,জ‌াতীয় ছাত্র সমাজ নেতা মোঃ রিদুল সরকার টিপু প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024