|
Date: 2022-09-02 12:37:26 |
“যুবরা লড়বে-নতুন পৃথিবী গড়বে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা কমিটির আয়োজনে ২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় রাজমনি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান মিজান। এসময় উপজেলা যুব জোটের সভাপতি জহুরুল ইসলাম জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ আহম্মেদ জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকজোটের সভাপতি ফকির আমিনুল ইসলামসহ যুবজোটের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন, লুটপাট-দূর্নীতি বন্ধ করণ, বেকার যুবদের কর্মসংস্থান নিশ্চিত করণ, বেকার ভাতা প্রদান করা, সরকারী চাকরীতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করাসহ দ্রব্যমূল্যেসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোরও দাবী জানান তারা।
© Deshchitro 2024