|
Date: 2023-05-17 22:19:09 |
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মোঃ মোসলেহ উদ্দীন
জনাব মো. মোসলেহ উদ্দীন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের সুপারিশ এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর পূর্বে তিনি এই ব্যাংকের মানবসম্পদ এবং সেবা ব্যবস্থাপনা বিভাগের ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন।
দক্ষ ও অভিজ্ঞ এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ বিকম (সম্মান) ও এমকম ডিগ্রি অর্জন শেষে ১৯৮৮ সালে গ্রামীণ ব্যাংক-এ শিক্ষানবিশ অফিসার হিসেবে যোগদান করেন। তিনি কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার, জোনাল অডিট অফিসার ও জোনাল ম্যানেজার হিসেবে ২৪ বছর মাঠ পর্যায়ের ভিন্ন ভিন্ন প্রশাসনিক স্তরে অসাধারন দক্ষতা, সাফল্য ও সুনামের সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় তিনি দারিদ্র বিমোচনে অগ্রণী ভূমিকা রেখে নোবেল বিজয়ী এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
© Deshchitro 2024