গলাচিপায় মাদক সেবনের দায়ে চার জনকে কারাদণ্ড অন্য দুজনার বিরুদ্ধে  নিয়মিত মামলা 


মাদক সেবনের অপরাধে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত আজ সকালে  ভিন্ন ভিন্ন মামলায় চার জন কে  তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অন্য দুজনার নামে নিয়মিত মামলা হয়েছে।  


গাজা সেবনের দায়ে সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার  আব্দুল রহিম ( ৩০ )  পিতা আব্দুল খালেক, আরিফ হোসেন ( ২৭)  পিতা আলতাফ হোসেন, শামীম পাঠান ( ২৬ ) পিতা রশিদ পাঠান, পরে তাদেরকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। 


পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক৷  মো. ইসমাইল হোসেন জানান মাদক বিরোধী টাস্কফোর্স এর অভিজানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে এদের গ্রেফতার করা হয়।  পরে উপজেলা নির্বাহী অফিসার, গলাচিপা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। 


এছাড়াও ৪০ পিচ ইয়াবাসহ গৌতম সাহা (৩৫) পিতা রাম লাল সাহা, আনোয়ার হোসেন ( ৪০ )  পিতা হানিফ ব্যাপারি তাদের কে গ্রেফতার করে মোবাইল কোর্টের আওতায় আনা হয় ।  তাদের অপরাধ মোবাইল কোর্টের তফসিলের বাহিরে হওয়ায়  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আদেশ দেন ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024