শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, নিপীড়িত, অবহেলিত মানুষের পাশে ছিলেন। ঠিক তেমনি  শ্রমিক নেতা রহমত উল্ল্যাহ্ চৌধুরীও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবসময় সমাজের নির্যাতিত মানুষের পাশে থাকতেন।  
১৭ মে ( বুধবার ) চট্টগ্রাম  নগরীর কাজির দেউরীস্থ ইন্টারন্যাশানাল কনভেনশন হলে প্রয়াত শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা  রহমত উল্ল্যাহ্ চৌধুরীর ২০ তম স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব’র সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ  সদস্য  নোমান আল মাহমুদ ,  মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন , জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী । এছাড়াও  চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের অসংখ্য নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায়  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরো  বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন যাতে নাহয় সে চেষ্টা করছে। আজকে তারা বিদেশীদের কাছে গিয়ে নিজ দেশের উন্নয়ন যাতে বন্ধ করা যায় সে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের সফল হতে দেয়া যাবে না । আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় এনে তাদের অপশক্তিকে রুখে দিতে হবে। এবং দেশের এ উন্নয়ন যাতে অব্যাহত থাকে সেজন্য সজাগ থাকতে হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024