◾ স্পোর্টস ডেস্ক


সেপ্টেম্বর মাসের শুরুর দিনেই ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হবে মোটরসিটি চ্যাম্পিয়নশিপ (এমসিসি) টি২০ আসরের দ্বিতীয় সংস্করণ। ১০ দলের অংশগ্রহণে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সবমিলিয়ে ২৩টি ম্যাচ হবে।


প্রথম আসরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কিছু ক্রিকেটার খেলেন যার মধ্যে আরিফুল হক, আবুল হাসান রাজু ছিলেন। এবার এই আসরে আরও বেশি বাংলাদেশী তারকা খেলোয়াড় খেলার সম্ভাবনা রয়েছে। আসন্ন টুর্নামেন্টে খেলতে ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়েছেন অনেক ক্রিকেটারই।


টুর্নামেন্ট কমিটির সূত্র মতে এবারের আসরে খেলতে পারেন ইমরুল কায়েস, নাসির হোসেন ছাড়াও আরিফুল হক, সোহরাওয়ার্দী শুভ, ফরহাদ রেজা,কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী। বেশ কয়েকজন ক্রিকেটার বিসিবি থেকে ছাড়পত্রও নিয়েছেন। আর যুক্তরাষ্ট্রেই অবস্থান করা আবুল হাসান রাজু ও তাপস বৈশ্য যুক্ত হবেন তাদের সঙ্গে।


টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা সদস্য জগলুল হুদা মিতু ও ইফতেখার আহমেদ জানিয়েছেন, ‘যুক্তরাষ্টের বিভিন্ন শহর থেকে মোট ৯টি দল অংশ নিচ্ছে। আরেকটি দল অংশ নেবে যুক্তরাজ্য (ইংল্যান্ড) থেকে। সব দলেই প্রবাসী বাংলাদেশী ক্রিকেটাররা অংশ নিতে পারবেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024