|
Date: 2023-05-18 20:04:43 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া, ধানশাইল ও গৌরীপুর ইউনিয়নের মোট ৭৪৯৬.৯৪ একর বনভূমি ময়মনসিংহ বন বিভাগের ভোগ দখলে থাকায় ভূমি উন্নয়ন কর ১৪২৯ সাল পর্যন্ত বকেয়াসহ হালনাগাদ ৫৮ লাখ ৮৯ হাজার ৫৯২ টাকা পরিশোধ করা হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরের হাতে চেক তুলে দেন, রাংটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ। এসময় উপস্থিত ছিলেন, কাংশা-ধানশাইল ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর জানান, ব্যক্তি মালিকানা ও বন বিভাগসহ ঝিনাইগাতী উপজেলায় প্রায় শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। এছাড়াও ভূমি উন্নয়ন কর আদায় কাজ চলমান রয়েছে।
© Deshchitro 2024