বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল ০১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার গ্রীন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষিকা ও ছাত্রীদের জন্য কেন্টিন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়া। এ সময়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আরশেদ আলী মাতুব্বর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান
সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুল, সহকারী রেজিস্ট্রার গুলশান আরা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়া ক্যান্টিন ঘুরে দেখেন। এখন থেকে ক্যান্টিনে বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষিকা ও ছাত্রীরা স্বল্প মূল্যে খাবার গ্রহন করতে পারবেন।