|
Date: 2023-05-18 22:15:27 |
নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া ও অতিরিক্ত গতি, গাড়ির বৈধ কাগজ চেক, হেলমেট ও রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন গোলড়া হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় বেপরোয়া গতি, বৈধ কাগজ ও হেলমেট ছাড়া চালকদের বিরুদ্ধে অভিযান চালান গোলড়া হাইওয়ে থানা পুলিশ। এসময় পুলিশ কে সহযোগিতা করেন নিরাপদ সড়ক চাই, ধামরাই শাখার সভাপতিসহ নিসচা'র সদস্যরা।
এ অভিযানে একটি দুরপাল্লার সাকুরা পরিবহন কে অতিরিক্ত গতির জন্য ৫০০০ হাজার টাকা এবং ১ টি মোটরসাইকেল চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় ৩০০০ হাজার টাকা এবং বৈধ কোন কাগজ না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু, নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার সভাপতি এম. নাহিদ মিয়া, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ আরো নেতৃবৃন্দ।
জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তার বিশেষ সপ্তাহ পালনের তৃতীয় দিনের কার্যক্রম হিসেবে নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার উদ্যােগে গোলড়া হাইওয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
© Deshchitro 2024