◾ আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে দেশটিতে পৌঁছেছে ভারতীয় সেনারা।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানান, ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে কোনো দেশ সামরিক মহড়ায় অংশ নিলে তা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে। তবে, অবশ্যই সব অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা রয়েছে বলেও জানান তিনি।


ভারত সরকার জানায়, তাদের বাহিনী অন্যান্য দেশের সঙ্গে রাশিয়ার নিয়মিত বহুপাক্ষিক মহড়ায় অংশ নিচ্ছে।


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর একটি দল মহড়ার স্থানে পৌঁছেছে। আগামী সাত দিন তারা মাঠে যৌথ প্রশিক্ষণ অনুশীলন, যুদ্ধ আলোচনা এবং সশস্ত্র মহড়ায় অংশ নেবে।


উল্লেখ্য, ভারতের সামরিক সরঞ্জামের সবচেয়ে বড় সরবরাহকারী হলো রাশিয়া।


জুলাইয়ের শেষে ভস্টক (পূর্ব) নামে একটি সামরিক মহড়া পরিচালনার ঘোষণা দেয় মস্কো। সেখানে বেশ কিছু দেশের অংশ নেওয়ার কথা বলা হয়। ওই মহড়ায় ভারত ছাড়াও চীন, বেলারুশ, মঙ্গোলিয়া এবং তাজিকিস্তানও অংশ নিচ্ছে বলে জানানো হয়।


সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে তাদের সামরিক ক্ষেত্রে অংশীদারিত্ব বেশ জোরদার হয়েছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে দেশটির সামরিক মহড়ায় অংশগ্রহণ ওয়াশিংটনের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।


এর আগে ২০১৮ সালেও ভস্টক মহড়া অনুষ্ঠিত হয়। বড় পরিসরের ওই মহড়ায় প্রায় তিন লাখ সেনা অংশগ্রহণ করে। যার মধ্যে মস্কোর সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় অংশ নেয় চীনের সামরিক বাহিনী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023