|
Date: 2023-05-19 14:03:54 |
ঢাকা জেলার নবাবগঞ্জের কৈলাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় নাসির উদ্দীন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (১৮ মে) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নাসিউদ্দিন বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছিলো। এছাড়া বেকারিতে কেক তৈরি করতে পাম ওয়েল ব্যবহারের পাশাপাশি অত্যন্ত নোংরা পরিবেশে অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করে আসছিলো। এসব অভিযোগে নাসির উদ্দীন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স গ্রহণ করা জন্য বলা হয়েছে।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, এধরনের অভিযান চলামান থাকবে।
© Deshchitro 2024