|
Date: 2023-05-19 16:29:55 |
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম ১৮ মে সন্ধ্যা ৬ টার দিকে ১ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃতরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গেন্দার আলগা গ্রামস্থ ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীর হতে উলিপুর দৈ খাওয়ার চর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ হাবিবুর রহমান (২৭), মোঃ মহসিন মিয়া (২৩) ও রৌমারী থানাধীন কাজাইকাটা গ্রামের মোঃ রিপন মিয়া (১৮)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
© Deshchitro 2024