|
Date: 2023-05-19 20:45:01 |
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবে এসি উপহার দিলেন ইতালি প্রবাসী মোস্তফা আবুবকর
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ২টনের একটি এসি উপহার দিলেন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আবু বকর।
শুক্রবার ১৯ মে বিকাল ৫টায় প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমনের হাতে উপহারটি তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন,মোস্তফা আবুবকর প্রবাসে জীবন যাপন করলেও তিনি সব সময় চিন্তা করতেন দেশে ভাল কিছু কাজ করার। প্রবাসী মোস্তফা আবুবকর ইসলামের চার খলিফার নামে চারটি মসজিদ ঘর নির্মাণ শুরু করেছেন। শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামে আবুবকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদের কাজ সম্পন্ন করেছেন এবং আটুলিয়া,গাবুরা ও কৈখালী ইউনিয়নে আরো তিনটি জামে মসজিদ হযরত ওমর (রাঃ),হযরত ওসমান (রাঃ) হযরত আলী (রাঃ) নামে তৈরীর কাজ হাতে দিয়েছেন।শুধু তাই না তিনি এতিমখানা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন অনুদান দিয়ে থাকেন।
আসরের নামাজ বাদ উপজেলা পরিষদ জামে মসজিদে প্রবাসী মোস্তফা আবুবকর পবিত্র হজ্জ করার উদ্দেশ্যে যাওয়ার নিয়তে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।
© Deshchitro 2024