বরিশালে নগরীতে পুলিশের অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ঝালকাঠির রাজাপুরের মাদক কারবারি হাসিম মোল্লাকে (৪৫) আটক করেছে থানা পুলিশ। আটক হাসিম মোল্লা রাজাপুর উপজেলার কাজিরহাট এলাকার সেকান্দার মোল্লার ছেলে। শুক্রবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। এর আগে নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ার পাড় গোলচত্ত্বর সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা। এসময় তার সঙ্গে থাকা স্কুল ব্যাগের মধ্য থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতর বিরুদ্ধে সশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ওসি লোকমান হোসেন।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024