|
Date: 2023-05-19 21:26:15 |
বগুড়ার আদমদীঘিতে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে পুত্রবধুর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলাসহ বিভিন্ন মামলায় স্বামী স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে পুত্রবধুর দায়ের করা নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর খাড়িরপাড় গ্রামের আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী সীমা বিবি, সিআর মামলায় উপজেলার কুন্দগ্রামের শ্রী সুরেন কোনাইয়ের ছেলে নয়ন কোনাই এবং নওগাঁ আদালতের এনআই এ্যাক্ট মামলায় সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার ছেয়ানের ছেলে বাবু।
© Deshchitro 2024