|
Date: 2023-05-20 00:23:49 |
◾মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা:
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ শত ৯৮ জন শিক্ষার্থীদের হলদে পাখি সম্প্রসারণে দীক্ষা দেওয়া হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (১৯ মে) বিকালে কলমাকান্দা বাকিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান( শেফালী)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব সাবিনা ফেরদৌস, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খাকেক তালুকদার, ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক রওশন আরা খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার ও নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুপোতি ঘাগ্রা।
© Deshchitro 2024