|
Date: 2023-05-20 15:05:45 |
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর আলম (৩৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে রৌমারী থানাপুলিশ।
শনিবার সকাল ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল ১৯ মে রাতে হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রৌমারী মহিলা কলেজ পাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নুর আলম (৩৫)'কে ৮০৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করে আরও বলেন,জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024