|
Date: 2022-09-03 02:47:04 |
◾ স্পোর্টস ডেস্ক
১৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানে গুটিয়ে গেছে হংকং। ১৫৫ রানের বিশাল ব্যবধানে জিতে সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান।
এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় হংকং অধিনায়ক নিজাকাত খান।। শুরুতে চাপে থাকলেও শেষ পর্যন্ত ১৯৩ রানের বড় সংগ্রহ পায় বাবররা। এটি এবারের এশিয়া কাপের সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯২ রান করেছিল ভারত।
এই রান তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে হংকং। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পরে ব্যাটাররা। পাওয়ার প্লের পরবর্তী ৪ ওভারে হংকং হারায় ৫ উইকেট। দশম ওভারের শুরুতে নবম উইকেট যখন হারায় তখন রানের খাতায় জমা হয় ৩৮। শেষ পর্যন্ত এর বেশি আর আগাতে পারেনি হংকং। ১০.৪ ওভারের মাথায় হারায় শেষ উইকেট।
পেসার নাসিম শাহ আগের ম্যাচেই দুই উইকেট তুলে নিয়ে টলিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইনআপকে। সেই ধারাটা আজও ধরে রাখেন তিনি। শুরুতেই তুলে নেন দুই উইকেট। তৃতীয় ওভারের প্রথম বলে তিনি অধিনায়ক নিজাকাত খানকে ফেরান আসিফ আলির ক্যাচ বানিয়ে।
সে ওভারের পঞ্চম বলেই আবারও তার আঘাত। এবার তিনি বোল্ড করেন বাবর হায়াতকে। ৪ বল খেলে শূন্য হাতে ফেরেন তিনি।
পঞ্চম ওভারে দৃশ্যপটে আসেন শাহনেওয়াজ দাহানি। ওপেনার ইয়াসিম মুর্তজাকে ফেরান তিনি। তাতে ১৯ রানেই হংকং খুইয়ে বসে ৩ উইকেট। পাওয়ারপ্লে শেষ করে ২৫ রানে। এর ফলে রান তাড়ার কক্ষপথ থেকে ছিটকে যায় হংকং।
দুই স্পিনার শাদাব খান আর মোহাম্মদ নওয়াজের ভেল্কিতে বড় বিপদে পড়ে হংকং। ৭ থেকে ১১ ওভারে টানা বল করেছেন দুজন মিলে। প্রতি ওভারেই অন্তত একটা করে উইকেট তুলেছেন তারা।
অষ্টম ওভারে নওয়াজ আর ১১তম ওভারে শাদাব নিয়েছেন দুটো করে উইকেট। তাতেই নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় পড়ে হংকং। ১৫৫ রানের হার সঙ্গী হয় তাদের।
এর আগে বোলিংয়ে এসে প্রথম ওভারটি দুর্দান্তভাবে শেষ করেন হংকংয়ের হারুন আরশাদ। ৪টিই ডট বল দেন তিনি, খরচ করেন মাত্র ২ রান। পরের ওভারে পাকিস্তান তোলে ৫ রান। হংকং অধিনায়ক নিজাকাত খান পরের ওভার করতে ডাকেন এহসান খানকে। প্রথম ২ বলে ২ রান দিলেও তৃতীয় বলে এহসান তুলে নেন বাবর আজমকে। নিজের বলে নিজেই ক্যাচ নেন তিনি। আউট হওয়ার আগে পাকিস্তান দলপতি ৮ বলে করেন ৯ রান।
বাবর আজম আউট হয়ে গেলে ক্রিজে আসেন ফখর জামান। রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে পাওয়ার প্লে শেষে মন্থর গতির ব্যাটিংয়ের বাইরে যেতে পারেননি তিনি। পাওয়ার প্লে শেষে স্কোর বোর্ডে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪০ রান। গাজানফারের করা নবম ওভারে ফখরকে আউট দেন আম্পায়ার। তবে পাকিস্তানি ব্যাটার রিভিউ নিলে দেখা যায় বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, ফখরও বেঁচে যান, ফিরতে হয়নি প্যাভিলিয়নে।
© Deshchitro 2024