|
Date: 2023-05-20 20:38:09 |
শেরপুরের শ্রীবরদী উপজেলায় কারিতাস বারমারী অফিসে দম্পত্তিদের জন্য জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৮ মে বৃহস্পতিবার উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন, কারিতাস শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী মি. সত্যজিৎ মাঠ সহায়ক প্রাণ চিরান। প্রশিক্ষণে জেন্ডারের ধারণা, জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য, সামাজিকীকরণ ও লিঙ্গায়ন, জেন্ডার ও শ্রম বিভাজন, জেন্ডার ভূমিকা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে ১২ জোড়া নবদম্পত্তি অংশগ্রহণ করে।
© Deshchitro 2024