|
Date: 2023-05-20 23:00:40 |
◾কবির জন্যে কবিতা ◾
~ (পিয়াস মজুমদার)
কবিতা লিখেছি তার জন্যে
যার সৃষ্টি কবিতার ছন্দে ছন্দে
কবিতা লিখেছি তার জন্যে
যার মর্ম ফুটে উঠে তার কর্মে ।
যার প্রাপ্তি জুড়ে
কবিতার মতো হয় অভ্যু্থান ।
কবির যতসব প্রাপ্তি
যেন লুকিয়ে থাকে তার ছদ্দবেশের আড়ালে।
কবি তার সীমানা জুড়ে
ব্যাপ্ত থাকে সরলতার প্রতীক হয়ে।
কবির যত-সব ছলনা
যেন তার বেঁচে থাকারই প্রেরণা ।
কবির ভাবনার সমুদ্রে থাকে
কোন এক কল্পতরুর কথা!
কবির তৃষ্ণার্ত হৃদয়ে
থাকে শুধু তারই মরিচীকার নাম
কবির জন্যে ভালোবাসাই হবে
তার স্বপ্ন জয়ের অঙ্গীকার ।
কবির ভাষায় লেখা হবে
আগুন্তুক ঐ কবির নাম ।
এ যেন সেই কবি
যার অপেক্ষায় শত-কোটি কবিতাবিলাসী।।
© Deshchitro 2024