|
Date: 2023-05-21 09:58:28 |
দিন যায় দিন আসে,
তাও একদিন ফুরিয়ে যাবে,
রবে না আর ভুবন মাঝে,
যেতে হবে একলা ঘরে,
পাবে না কোন সঙ্গী, সাথী!
ভেবে কি দেখেছ,
কি করিতেছ স্বয়নে,স্বপ্নে,
একা থেকে তিমির মাঝে,
কখনো বা সঙ্গী, সাথীদের নিয়ে!
ফুরিয়ে যাবে একদিন সাজানো সংসার,
থাকবে না আর রঙ্গমঞ্চের সমাহার!
সময় তো নেই আর বেশি,
থাকবে কি আর এই ভুবনে!
রঙ্গমঞ্চ ছেড়ে যাবে,
থাকবে না ভুবন মাঝে,
চলে যাবে নিজ গৃহ মাঝে,
ভাবছ কি সময় বেশি আছে!
ও ভাই নিজ গৃহে যাওয়ার
সময় তো বেশি নেই।
আখি যখন অস্তমিত হবে,
তা খুলবে কি না ভাব,
দেখবে কি আর ভুবনের আলো!
ফুলসজ্জায় শুয়ে, মাথার নিচে
বালিশ রেখে ভাবো কত্ সময়
বাকি আছে আর,ভুবন মাঝে
থাকিবার!
করো প্রার্থনা,
বানিয়েছেন যিনি দিন দুনিয়া,
মাথা নত কর ওহে ভাই ওই প্রভুর কাছে!
থাকিতে পারি যেন,
শান্তিতে থাকিতে পর যেন,
নিজের গৃহ খানায়।
ফুরাবার আগে সময়,
জোগাড় করে নিও সঞ্চয়!
লেখক: তামিম হোসাইন
শিক্ষার্থী, ঢাকা কলেজ
© Deshchitro 2024