লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রিংকু-বীরত্বের পরও কলকাতা হেরে গেল ১ রানে। এ হারে কলকাতার বিদায়ও নিশ্চিত হয়ে গেল।


তৃতীয় দল হিসেবে আইপিএলের প্লে-অফে উঠে গেল লখনৌ। এর আগে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে। 


শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ ছিল লখনৌরও। সে ক্ষেত্রে তাদের জিততে হতো ৯৭ রানে। জটিল সমীকরণ ছাড়াও লখনৌর জন্য এই ম্যাচটা ছিল বিশেষ। টসে হেরে আগে ব্যাটিং করা লক্ষ্ণৌ তুলেছিল ১৭৬ রান। জবাবে কলকাতা থেমেছে ১৭৫ রানে। রিংকু অপরাজিত ছিলেন ৩৩ বলে ৬৭ রানে। 


অথচ লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিল কলকাতা। ওপেনার জেসন রয় ও ভেঙ্কটেশ আইয়ার গড়েন ৩৫ বলে ৬১ রানের জুটি। তবে আইয়ারের বিদায়ের পর ক্রিজে আসা অধিনায়ক নিতীশ রানা ও মিডল অর্ডারে ব্যাটিংয়ে আসা রহমানউল্লাহ গুরবাজ রান করতে পারেননি। ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেলও। 


এর আগে শুরুটা ভালো হয়নি লখনৌর। ব্যক্তিগত ৩ রানে ফেরেন কারণ শর্মা। কুইন্টন ডি কক ক্রিজে টিকে থাকলেও সাবলীল ব্যাটিংটা করতে পারেননি। আউট হওয়ার করেছেন ২৭ বলে ২৮ রান। 


তিন নম্বরে নামা প্রেরক মানকড় করেন ২০ বলে ২৬ রান। ছন্দে থাকা মার্কাস স্টয়নিস, অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া ব্যর্থ হলে ৭৩ রানেই ৫ উইকেট হারায় লখনৌ। সেখান থেকে লখনৌকে টেনে তোলেন নিকোলাস পুরান। তার ৩০ বলে ৫৮ রানের ইনিংসেই ১৭৬ রানের সংগ্রহ পায় লখনৌ।   

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024