|
Date: 2023-05-21 11:41:07 |
বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া জেলা ডিবি পুলিশ। গত শুক্রবার (১৯ মে) রাত ৯টায় উপজেলার নসরতপুর বাজারস্থ পুরতান শহীদ মিনারের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার হলুদঘর গ্রামের আলেফ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক মুছা (৩৫) ও নওগাঁর রানীনগর উপজেলার খোলাগাড়ি গ্রামের অনিল সাহার ছেলে প্রদুল সাহা (৪৫)। এ ঘটনায় বগুড়া ডিবির উপ পরিদর্শক আলি জাহান বাগি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে আদমদীঘির নসরতপুর বাজারস্থ শহীদ মিনারের পাশে মাদক বিক্রির জন্য গ্রেফতারকৃত দুই ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে বগুড়ার ডিবির একটি টিম ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক ও তাদের হেফাজতে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024