প্রধানমন্ত্রী হাওরে বাঁধ ও সড়ক নির্মাণ না করতে নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। হাওরাঞ্চলে কোনো উন্নয়ন প্রকল্প তৈরি হলে, তা ভালো করে যাচাই-বাছাই করতে বলেছিলেন প্রধানমন্ত্রী।


পরিকল্পনামন্ত্রী জানান, কিন্তু হাওরে সড়ক নির্মাণ করে মঙ্গলের চেয়ে অমঙ্গল হয়েছে। তবে কী অমঙ্গল হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি। একই সঙ্গে মন্ত্রী এ কথাও জানিয়ে দেন যে, হাওরে সড়ক নির্মাণ সংক্রান্ত আর কোনো প্রকল্প নেওয়া হবে না।


শনিবার (২০ মে) পরিবেশ দূষণ ও প্রতিকারবিষয়ক এক সেমিনারে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


তিনি বলেন, এখন টের পাচ্ছি, হাওরে সড়ক নির্মাণ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছি। হাওরে সড়ক বানিয়ে উপকারের চেয়ে অপকারই হয়েছে।


পরিকল্পনামন্ত্রী বলেন, হাওরে যারা বসবাস করেন, তাদের হক আছে শহরে যাওয়ার জন্য। সরকারের আর্থিক অবস্থাও ভালো ছিল। তখন আমরা হাওরে চমৎকার সড়ক নির্মাণ করেছি। কিন্তু এখন টের পাচ্ছি, ওই সড়ক বানিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছি। এটা আরও ক্ষতি হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024