|
Date: 2023-05-21 19:40:11 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইকের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ইউপি সদস্যের ছেলের উপুর্যপুরি থাপ্পরে জ্ঞান হারিয়ে প্রাণ গেল ইজিবাইক চালকের। রবিবার দুপুরে সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের কৃষি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা (১৭) ওই গ্রামের আবু সাঈদের ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হলে রাস্তায় দাঁড়িয়ে থেকে মেবাইলে কথা বলতে থাকার সময় ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেনের (২৪) সাথে ইজিবাইকের ধাক্কা লাগে। এঘটনায় ময়নাল চড়াও হয়ে সোহেল মিয়াকে থাপ্পর মারতে থাকে। সোহেল বারবার তাকে মারতে নিষেধ করলেও ময়নাল উপুর্যপুরি থাপ্পর দিতে থাকে এতে সোহেল জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থনীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল হক জানান, থাপ্পর বা অন্য কোন কারণে সোহেলের মৃত্যু হয়েছে কি না তা তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল সুমন মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024