|
Date: 2023-05-21 21:04:36 |
মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছে,আহত হয়েছে দুইজন৷
রবিবার(২১ মে) মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে খরকাবিলে ড্রেজারে মাটিকাটার সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত হন, এবং দুইজন আহত হয়েছে৷
অন্য শ্রমিকেরা ধরাধরি করে মাদারগঞ্জ উপজেলা ১০০শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে নিয়ে গেলে এক শ্রমিক কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক৷
নিহত শ্রমিক জহুরুল ইসলাম(২৫) টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সুনাময়ী গ্রামের বাসিন্দা ৷
আহতরা হলেন কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে রুহুল আমিন (৪৭) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ফয়সাল (২০)৷ বর্তমানে তারা মাদারগঞ্জ উপজেলা ১০০শয্যাবিশিষ্ট সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
© Deshchitro 2024