পুলিশ সুপার পবিত্র উমরাহ হজ্জের অনুভূতি শেয়ার ও পবিত্র মক্কা শরীফের জায়নামাজ, জমজমের পানি, আতর, খেজুর, তজবি, জুব্বা উপহার প্রদান। 


রোববার (২১ মে ) নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় পবিত্র উমরাহ হজ্জ পালন শেষে পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম, (পিপিএম-বার), সিনিয়র অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত গণের সাথে পবিত্র উমরাহ হজ্জের অনুভূতি শেয়ার এবং বিবরণ দেন ও পবিত্র মক্কা শরীফের জায়নামাজ, জমজমের পানি, আতর, খেজুর, তজবি, জুব্বা উপহার প্রদান করেন।  


পুলিশ সুপার সকল অফিসারদের হজ্জ করার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পরে আর একটি জীবণ আছে, হাশরের ময়দানে জীবনের সমস্ত কিছুর হিসাব দিতে হবে অতএব তিনি আরো বলেন, ইসলামের পথে ফিরে আসো ও পাঁচ ওয়াক্ত নামাজ  পড়ার জন্য আহ্বান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024