ইউরোপের লোভ দেখিয়ে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন দিরাইয়ের দালাল আকমল 

শাহিদুর রহমান

 দিরাই উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ  দিরাইয়ে  উপজেলা আকমল হুসেন নামে এক ব্যাক্তি মানুষদের ইউরোপ পাঠাবেন বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।যানা যায় অই ব্যাক্তির বাড়িঃ দুর্গাপুর, শান্তিগজ্ঞ। বর্তমানে হাসপাতাল রোড়ে কুসুমবাগ এলাকায় বসবাস করে। তিনি নিজেকে মাওলানা বলে ইউরুপের দেশে পাঠাবেন বলে অনেক মানুষের কাছ থেকে ২/৩ লক্ষ করে টাকা নিয়ে তাকেন। বতমানে ভূক্তবোগি নাঈম নামে একজন উনার কাছে নগদ ৩ লক্ষ টাকা ও উনার পাসর্পোট নিয়ে থাকেন তবে উনার কাছে টাকা ছাইলে অন্য কারো কাছে কথা বলেন না আবার টাকা ছাইলে গালাগালি করেন এই আকমল নামের বাটপার দালাল

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024