◾একটি কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে ◾
    কাজী আরিফ



একটা কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে

শহরের পথে পথে কুড়িয়ে পাওয়া শব্দগুলোর কবিতা
মানুষের আঘাতে ভেঙে না গিয়ে শহরের বুকে টিকে থাকা গল্পগুলোর কবিতা;

চোখের সামনে থাকবে তিনবেলা আহার উপার্জনের স্বপ্ন;
বুকের ভেতরে থাকবে না পাওয়ার যত দুঃখ
আর মস্তিষ্কে ঝুলবে অনিশ্চিত মৃত্যুর ভয়।


সরল পথে হাঁটতে না পারার শব্দ দিয়ে এঁকে দিবো ব্যর্থতার মানচিত্র;
লোকের গালিগুলো আর ঠাট্টা-তামাশার শব্দগুলো হবে নদী প্রবাহের চিহ্ন;
যেমন মানচিত্রের বুকে নদীমাতৃক দেশ।


যে কবিতায় সমস্ত দেহ হবে বিভিন্ন প্রকারের শব্দের আশ্রয় স্থল;
তেমনি একটি কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে-
যার হৃদয়ের উপরের শব্দটা হবে- শান্তি,স্বস্তি আর নীরবতা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024