|
Date: 2022-09-03 08:59:39 |
◾সত্য পথে থাকো◾
মোহাম্মদ ইলিয়াছ
সত্য পথে জীবন সাজাও
হইয়ো নাকো ভীত;
সত্য পথের দিশা পাওয়া
হোক যে প্রত্যাশিত।
সত্য মনে সাহস বাড়ায়
সত্য তাড়ায় ছল;
সত্য পথের দিশা পেতে
থেকো অবিচল।
সত্য আনে মুক্তি ভবে
সত্য সুখের মূল;
সত্য ভালোবাসুক তবে
সদা মানবকূল।
হরহামেশাই মিথ্যা বলে
হৃদয়খানি ধ্বংস করে ;
সুখ তো পাবে নাকো
ঠিক হয়ে যাও সময়মতো
নয় তো ঠিকই বাড়বে ক্ষত
সত্য পথে থাকো।
সত্য খুঁজে জীবন সাজাও
সত্যে ভীষণ বল
সত্য পথের দিশা পাওয়া
প্রত্যাশিত ফল।
© Deshchitro 2024