শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়েছে।


জাতীয় স্থাণীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।


আজ সোমবার সকাল ১০টায় কোর্সের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন।


প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস।


প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, মহিলা সদস্যসহ ৪২ জন অংশগ্রহন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024