◾আমি◾

আফসানা আক্তার



হাসছি আমি তোমাদের নিয়ে

অভিনয়ের সাথে 

কাঁদছি আমি নিজের মতো;

অন্ধকার রাতে।


মরছি আমি বেঁচে থেকেও 

সবারই মাঝে,

নাট্যকারদের মতো আমি

থাকছি পৃথিবীতে 


অভিনয়ে সেরা আমি 

আমারই কাছে

জীবনটা আমার হাসিখুশি

দেখছো যে তোমরা।


জ্বলেপুড়ে মরছি আমি 

ভেতরটা গুমরা,

দিনের পরে রাত নামে;

রাতের পরে দিন।


বাসতে চাই সবাইকে আমি 

নিশি প্রতিদিন

ভালো থেকো, সুখে থেকো

করি কামনা;


বাসবো ভালো সবাইকে 

এইতো মনের বাসনা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024