নড়াইলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ (পনের) জন আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসরাফিল সরদার, মনিরুল সরদার, আলমগীর শেখ, আমির শেখ, মফিদুল ইসলাম, তালতলা গ্রামের ওলিয়ার মোল্যা, মাহবুর রহমান মোল্যা, মফিজুর রহমান মোল্যা, আব্দুল হাই মোল্যা, সানোয়ার মোল্যা, আলমগীর মোল্যা, তোহা মোল্যা, মনোয়ারা মিনি, পলইডাঙ্গা গ্রামের মুরাদ হোসেন ও আরাজি মরিচা গ্রামের মিলন আকুঞ্জি। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে গ্রেফতারি পরোয়ানা মূলে এসব আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024