বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন৷ 

২২মে সোমবার বিকালে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়৷

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা সহ আরো অনেকেই৷  মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামিলীগ  সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা৷  

প্রতিবাদ সমাবেশে বক্তারা  প্রধানমন্ত্রী কে প্রাণনাশের হুমকিদাতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024